কারেন্ট অ্যাফেয়ার্স

WBPSC Food SI Practice Set 1,পরীক্ষার প্রস্তুতি পর্ব

নিজের প্রকৃত প্রস্তুতির সাথে সাথে প্রতিদিন অন্তত একটি করে হলেও Practice Set এ চোখ বুলিয়ে রাখুন। 

বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতি দিন আমরা একটি সেট প্রশ্ন এবং উত্তর আপনাদের কাছে নিয়ে আসবো। যার, মাধ্যমে আপনি অন্য সকল প্রাথী দের থেকে থাকবেন অনেক এগিয়ে। এই প্র্যাকটিস সেট গুলিতে দেওয়া প্রত্যেকটি প্রশ্ন আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর দ্বারা নির্বাচিত। বিভিন্ন চাকরি পরীক্ষায় এখান থেকে কমন আসার সম্ভাবনা প্রবল। তাই নিজের প্রকৃত প্রস্তুতির সাথে সাথে প্রতিদিন অন্তত একটি করে হলেও Practice Set এ চোখ বুলিয়ে রাখুন। 

(১) . ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া তথ্য অনুযায়ী গত দুই বছরে কোন রাজ্যে বনভূমির বৃদ্ধি ঘটেছে? 

(i) পশ্চিমবঙ্গ (ii) তামিলনাড়ু (iii) মহারাষ্ট্র (iv) কেরালা 

(২). কম্পিটিটিভ এক্সক্লুশন নীতি অনুযায়ী, 2টি প্রজাতি বহুদিন ধরে বাস্তুতন্ত্রের __ অংশে থাকতে পারে না। 

(i) হ্যাবিট্যাক (ii) বায়োম (iii) নিচ (iv) টেরিটরি  

(৩). কোনটি মৌলিক পদার্থ?

(i) জল (ii) খাদ্য লবণ (iii) কাচ (iv) গ্রাফাইট     

(৪). কোনটি ধাতু নয়?

(i)  পারদ (ii) প্লাটিনাম (iii) সিলিকন (iv) নিকেল   

(৫). দারিদ্র দূরীকরণের জন্য __ প্রকল্পটি গরীবদের প্রভূত সহায়তা করেছে?

(i) ইন্দিরা গান্ধী গ্রামীণ গৃহ নির্মাণ প্রকল্প (ii) জওহর রোজগার যোজনা (iii) কাজের বিনিময়ে (iv) জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত প্রকল্প 

(৬). ভারতবর্ষে কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ আইনত ভাবে নিষিদ্ধ? 

(i) ১৭ বছর (ii) ১২ বছর (iii) ১০ বছর (iv) ১৪ বছর 

(৭). বৌদ্ধধর্ম মতে সকল দুঃখের প্রধান কারণ কি? 

(i) কাম (ii) মায়া  (iii) ক্রোধ (iv) তৃষ্ণা   

(৮). বুদ্ধদেবের সমসাময়িক বিশিষ্ট চিকিৎসক  ছিলেন__

(i) নচিকেতা (ii) কৌটিল্য (iii) জীবক (iv) চরক     

(৯). বুদ্ধচরিতের রচয়িতা __

(i) অশ্ব ঘোষ (ii) বুদ্ধ ঘোষ (iii) পানিনি (iv) নাগার্জুন 

(১০). গৌতম বুদ্ধ তার বাণী প্রথম কোথায় প্রচার করেন?

(i) শ্রাবন্তী (ii) বুদ্ধগয়া (iii) বৈশালী (iv) সারনাথ  

3 Comments

  1. demo slot pg demo slot pg demo
    slot pg
    Hey There. I found your blog using msn. This is an extremely well written article.
    I’ll make sure to bookmark it and come back to read more of
    your useful information. Thanks for the post. I will definitely return.

  2. abutogel abutogel abutogel
    I’m truly enjoying the design and layout of your blog. It’s a very easy on the
    eyes which makes it much more pleasant for me to come
    here and visit more often. Did you hire out a developer to create your theme?
    Outstanding work!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *