শিক্ষার খবর

WBJEE EXAM : জয়েন্ট পরীক্ষার Admit Card, ডাউনলোড করার তারিখ

আমাদের দেওয়া প্রতিবেদনে বিস্তারিত ভাবে জানাবো কবে থেকে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

যে সমস্ত স্টুডেন্ট WBJEE পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য বিশেষ সুখবর। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হলো। আগামী ২৮শে এপ্রিল রাজ্য জুড়ে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম অনুষ্ঠিত হতে চলেছে। আজ আমাদের দেওয়া প্রতিবেদনে বিস্তারিত ভাবে জানাবো কবে থেকে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে যে তথ্য আমরা পেয়েছি তার থেকে জানা গেছে আগামী এপ্রিল মাসের ১৮ তারিখে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সাম এর এডমিট কার্ড প্রকাশিত হবে। আপনারা আপনারা WBJEE র অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি admit card ডাউনলোড করতে পারবেন।

তবে যেহেতু অফিসিয়াল ভাবে এখনো পর্যন্ত তেমন কোন কিছু ঘোষণা করা হয়নি, কারণ সামনে লোকসভা ভোট তাই পরীক্ষার সময় পরিবর্তন হলেও হতে পারে। তাই ছাত্র-ছাত্রী এবং শিক্ষিত মহল এপ্রিলের ২৮ তারিখেই পরীক্ষা হবে বলে মনে করছে। সেই মতোই ছাত্র-ছাত্রীরা প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞ দের মতে যদি পরিবেশ যদি ঠিকঠাক থেকে তা হলে ভোট জন্য কোনো রকম ভাবে পরীক্ষার বিলম্ব ঘটবে না।

জেনে নিন কোন কোন পদ্ধতিতে রাঙ্কিং নিধারণ করা হবে

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় পত্র থাকবে। ছাত্রছাত্রীরা চাইলে উভয় পত্রেই পরীক্ষা দিতে পারে। এবার চাইলে কেবল প্রথম পত্রও বা দ্বিতীয় পত্রে পরীক্ষা দিতে পারে। তবে যে সকল প্রার্থী প্রথম এবং দ্বিতীয় পত্রে পরীক্ষা দেবে, তাদের জন্য ফার্মেসি মেরিট রাঙ্কিং এবং জেনারেল মেরিট রাঙ্কিং থাকবে। মেরিট রেংকিং এর উপর ভিত্তি করে রাজ্যের ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসি কলেজে তারা ভর্তি হতে পারবে।

আরও জানুন : লক্ষীর ভান্ডারে আবেদনের নতুন পদ্ধতি

তবে যে সমস্ত ক্যান্ডিডেট কেবল দ্বিতীয় পত্রের জন্য পরীক্ষা দেবে, তাঁদের কেবলমাত্র ফার্মেসি মেরিট রাঙ্কিং থাকবে। এই রাঙ্কিংয়ের উপর ভিত্তি করে রাজ্যের ফার্মেসি কলেজগুলোতে তারা ভর্তি হতে পারবে। তবে যারা কেবলমাত্র প্রথম পত্রে পরীক্ষা দেবে, বোর্ডের নিয়ম মতো তারা কোনো রকম রাঙ্কিং পাবেনা। 

 অফিসিয়াল ওয়েবসাইট:  Click Here