শিক্ষার খবর

WBCHSE New Routine: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন রুটিন, কী কী পরিবর্তন হলো জানুন

পরিবর্তন হয়েছে উচ্চ মাধ্যামিক পরীক্ষার সময় সূচী ,প্রকাশিত হল নতুন বিজ্ঞপ্তি

আর মাত্র কয়েকটা দিন তারপর শুরু হতে চলছে রাজ্যে মাধ্যামিক পরীক্ষা। ঠিক তারপর পরই শুরু হবে উচ্চ মাধ্যামিক পরীক্ষা (HS Exam- 2024), পরীক্ষা শুরুর এত হতে মাত্র কয়েকটা দিন বাকি সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার মতোই উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সময় সূচী (WBCHSE New Routine) সহ গত ১৮ জানুয়ারি তারিখেনতুন সংশোধিত রুটিন প্রকাশিত হয়েছে।

WBCHSE New Routine 2024

নতুন নিয়মে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে। এই পরীক্ষা শেষ হবে দুপুর ১ টায় এবং Health and Physical Education, Visual Arts, Music and Vocational Subjects এর পরীক্ষা হবে সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে ১১ টা ৪৫ মিনিট পর্যন্ত।

নতুন করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তির নম্বর হচ্ছে – “Memo No. DS(Exam)/006/2024, Date- 18/01/2024”, যার পিডিএফ কপি নিচে দেওয়া রইল। ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন।

অন্যান্য বিষয় গুলির জন্য হবে ৩ ঘন্টার পরীক্ষা। উপরে দেওয়া পরীক্ষার রুটিনটি দেখে নিন ভালো ভাবে, গত ১৮ জানুয়ারী ২০২৪ প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি। সকল উচ্চ মাধ্যামিক পরীক্ষাথী দের জন্য অনেক শুভ কামনা। আরও নতুন নতুন সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

আরও পড়ুন :- Madhyamik Textbook QR Code: আর প্রশ্নপত্র ফাঁস হওয়ার নেই সম্ভাবনা, নতুন সিদ্ধান্ত রাজ্য সরকার ও মধ্য শিক্ষা পর্ষদের