স্কলারশিপ

SBI স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে, ষষ্ঠ শ্রেণীর শিক্ষাথীরা পাবে ১০,০০০ টাকা

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফাউন্ডেশন এবার মেধাবী অথচ আর্থিকভাবে দুর্বল পরিবারভুক্ত ছাত্রছাত্রীদের জন্য এনেছে সুখবর। ছাত্রছাত্রীরা পাবে ১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য।

আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম হল SBI বা State Bank of India। সেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফাউন্ডেশন এবার মেধাবী অথচ আর্থিকভাবে দুর্বল পরিবারভুক্ত ছাত্রছাত্রীদের জন্য এনেছে সুখবর। আমাদের দেশে দারিদ্র পরিবারের সংখ্যা কিছু কম নয়। যারা অল্পকিছু উপার্জন করে সংসার ও ছেলে-মেয়ের পড়াশোনার খরচা চালাতে হিমশিম। যার কারণে মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনা মাঝপথেই বন্ধ হয়ে যায় আর্থিক কারণে। সেই কথা মাথায় রেখেই স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ফাউন্ডেশন নিয়ে এসেছে SBI আশা স্কলারশীপ স্কীম। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীরা ১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন। 

  • (১). ষষ্ঠ থেকে দ্বাদশ‌ শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে‌।
  •  (২). শেষ শিক্ষাবর্ষের রেজাল্টে ৭৫% মার্কস থাকতে হবে।
  •  (৩). পরিবারের বার্ষিক আয় ৩০০০০০ টাকার নীচে হতে হবে।
  •  (৪). দেশের যে কোনো প্রান্তের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। 

আবেদনের পদ্ধতি :- SBI আশা স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য যেতে হবে এই লিংকে: https://www.buddy4study.com/page/sbi-asha-scholarship-program; সেখানে মোবাইল নাম্বার এবং মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগ ইন করে পর Apply Now-তে ক্লিক করলে স্কলারশিপে অ্যাপ্লাইয়ের পেজ খুলে যাবে। এবং প্রয়োজনীয় ডক্যুমেন্টস ভালো করে যাচাই করে আপলোড করে Submit বাটনে ক্লিক করলেই অ্যাপ্লাই হয়ে যাবে।

প্রয়োজনীয় কাগজপত্র :-

  • (১).  শেষ শিক্ষাবর্ষের মার্কশীট।
  • (২).  সরকারী পরিচয়পত্র (আধার কার্ড)।
  • (৩).  চলতি বছরের অ্যাডমিশন প্রুফ (ফি রিসিপ্ট/অ্যাডমিশন লেটার/স্কুলের আইডেন্টি কার্ড)।
  • (৪).  ছাত্রছাত্রী বা তাদের বাবামায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস।
  • (৫).  ইনকাম প্রুফ (ফর্ম ১৬এ/ গভর্নমেন্ট অ্যাপ্রুভড সার্টিফিকেট/স্যালারি স্লিপ)।
  • (৬). আবেদনকারীর ছবি। 

আবেদন করার জন্য ক্লিক করুন Apply Online Link