শিক্ষার খবর

মরুভূমিতে ফিরবে প্রাণ ,বৃষ্টির সম্ভবনা! পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর,

তবে আজকে আবহাওয়া দপ্তরে তরফ থেকে একটি স্বস্তির খবর পাওয়া গেল। জানানো হয়েছে, শীগ্রই কলকাতা সহ রাজ্যের(West Bengal) বিভিন্ন জেলায় সংক্ষিপ্ত বৃষ্টিপাতের  সম্ভাবনা রয়েছে। 

গ্রীষ্মের তীব্র তাপ প্রবাহের কারণে গোটা দেশ মরুভুমিতে পরিণত হচ্ছে। মানুষ থেকে শুরু করে সমগ্র জীবকুল হাসফাস করছে এই অসহ্য গরমে। সকলের মনে এখন একটাই আশা, কখন বৃষ্টি হবে? তাপমাত্রা(Heat wave) ৪২ ডিগ্রি ছুঁই ছুঁই, তখন সকলেই বৃষ্টির আশায় বুক বেঁধেছে। কিন্তু বৃষ্টির দেখা নেই। তবে আজকে আবহাওয়া দপ্তরে তরফ থেকে একটি স্বস্তির খবর পাওয়া গেল। জানানো হয়েছে, শীগ্রই কলকাতা সহ রাজ্যের(West Bengal) বিভিন্ন জেলায় সংক্ষিপ্ত বৃষ্টিপাতের  সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া দপ্তর কী জানিয়েছে বিস্তারিতঃ

আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৪১° এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির কাছাকাছি থাকবে। তবে, আগামী দুই দিন কলকাতা, হুগলি হাওড়া, নদীয়া, দুই দক্ষিণ ২৪ পরগনা জেলায় তাপমাত্রা কিছুটা হলেও কমবে। পাশাপাশি বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে তীব্র তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে দপ্তর। 

বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে যে জেলাগুলিতে

আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার বিকেল থেকে এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। তবে,  বৃষ্টির পরেও এই জেলা গুলিতে গরম কমবে না। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কিছুটা নিচের দিকে নামবে। 

আরও পড়ুন : Mid-Day-Meal Report: এবার নজর ছাত্র-ছাত্রী দের মিড ডে মিলের উপর।

এই তীব্র তাপ প্রবাহের মধ্যে সামান্য কিছু সময় বৃষ্টি হলে মানুষের ওষ্ঠাগত প্রাণ যে একটু স্বস্তির নিশ্বাস ফেলবে, তা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা এই তীব্র গরমের(Heat wave) মধ্যে নিজেদের খেয়াল রাখুন। বাড়ির বয়স্ক এবং ছোটদেরকে বাড়ির বাইরে যাওয়া থেকে আটকান এবং প্রচুর পরিমানে জল পান করুন। তাতে আপনার অনেক তাই সুস্থ থাকবেন,সাবধানে থাকুন ভালো থাকুন।