স্কলারশিপ

Kotak Suraksha Scholarship: গরিব পড়ুয়াদের পড়াশুনায় সাহায্য করবে সরকার।

পড়াশুনার প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে স্কলারশিপের ব্যাবস্তা করা হয়.সরকারি স্কলারশিপের পাশাপাশি বহু বেসরকারি স্কলারশিপ রয়েছে যার মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হতে পারে।

উচ্চ শিক্ষার পথে বড়ো বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অক্ষমতা। এই অক্ষমতা কে দূর করার জন্য এই সমস্ত ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ায় সরকার। তাদের এই পড়াশুনার প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে স্কলারশিপের ব্যাবস্তা করা হয়। এই সরকারি স্কলারশিপের পাশাপাশি বহু বেসরকারি স্কলারশিপ রয়েছে যার মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হতে পারে। আজকে আমরা এমনই এক স্কলারশিপের কথা বলব যার নাম কোটাক সুরক্ষা স্কলারশিপ (Kotak Suraksha Scholarship 2024)।

আমাদের এই প্রতি বেদনে আবেদন প্রক্রিয়া বিস্তারিত ভাবে আলোচনা করা হলো।

  • ১) নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। স্নাতক স্তরের পড়ুয়ারাও এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।
  • ২) কোটাক স্কলারশিপ বৃত্তি প্রোগ্রামটি মূলত প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য প্রচলিত রয়েছে।
  • ৩) এই স্কলারশিপে আবেদনকারী কে সর্বশেষ পরীক্ষায় অন্ততপক্ষে ৫৫ শতাংশ নাম্বর পেয়ে থাকতে হবে।
  • ৪) পারিবারিক বার্ষিক আয় ৩ লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে থাকতে হবে।

নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা ৫০,০০০ টাকা এবং স্নাতক শ্রেনীর পড়ুয়ারা এক লক্ষ টাকা পর্যন্ত এই স্কলারশিপের মাধ্যমে বৃত্তি পাবে।

আবেদন করার প্রক্রিয়া

  • ১) কোটাক সুরক্ষা স্কলার্শিপে আবেদন জানানোর জন্য প্রার্থীদের নিজের মোবাইল ইমেইল বা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে প্রথমে Buddy4study সাইটে যান।
  • ২) এরপর ‘Kotak Suraksha Scholarship Program 2024-25’ সেকশনে যান।
  • ৩) অ্যাকাউন্টে লগইন করুন এবং ফর্ম ফিলাপ করার সময় সঠিক তথ্য ইনপুট করবেন।
  • ৪) প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করা হলে ‘Terms and Conditions’ অপশনে গিয়ে সেটাকে অ্যাকসেপ্ট করে নেবেন।
  • ৫) সবশেষে সাবমিট গঠনে ক্লিক করবেন।

আরও জানুন :ছেলেরা পাবে ২০০০ এবং মেয়েরা পাবে ৩০০০টাকা 

কোটাক স্কলারশিপে আবেদন করার জন্য যে প্রয়োজনীয় নথিপত্রগুলি

  • ১) বিশেষ সক্ষমতার প্রমাণপত্র
  • ২) বর্তমান বছরের অ্যাডমিট কার্ডের কপি
  • ৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • ৫) আধার কার্ড ও ভোটার কার্ডের কপি
  • ৬) প্রার্থীর সিগনেচার ও পাসপোর্ট ছবি
  • ৬) পারিবারিক আয়ের প্রমাণপত্র
  • ৮) ব্যাংকের পাস বই এর ডকুমেন্ট।

আবেদনের সময়সীমা

Kotak Suraksha Scholarship 2024 প্রোগ্রামের জন্য আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। যারা এই স্কলারশিপে আবেদন করতে ইচ্ছুক তারা যত শীঘ্রই সম্ভব আবেদন পত্র জমা দিন। আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সমাপ্ত করতে হবে ৩০ শে এপ্রিল ২০২৪ এর মধ্যে।