ব্যাংকের চাকরি

বন্ধন ব্যাঙ্কে চাকরির সুযোগ, আবেদন করলেই চাকরি! কী ভাবে করবেন আবেদন

বন্ধন ব্যাঙ্কের (Bandhan Bank) তরফ থেকে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি।

নতুন বছর শুরু হয়েছে মাত্র কয়েকটা দিন ইতিমধ্যে চাকরি প্রাথী দের বিরাট সুখবর, বন্ধন ব্যাঙ্কের (Bandhan Bank) তরফ থেকে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এক্ষেত্রে কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি পেতে পারবেন যোগ্য প্রার্থীরা। কেমন ভাবে আবেদন করবেন তা বিস্তারিত ভাবে আলোচনা করা হলো।

বন্ধন ব্যাঙ্কের HR ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই প্রসঙ্গে জানানো হয়েছে যে, পুরুষ এবং মহিলা উভয়েই শূন্যপদগুলিতে আবেদন করতে পারবেন এবং প্রত্যেকেই যে যার জেলাতে কাজ করতে পারবেন। জেলা ভিত্তিক (পিন কোড হিসেবে) প্রার্থীদের নির্বাচন করা হবে। এছাড়াও, প্রার্থীরা বিস্তারিত জানার জন্য সরাসরি ফোন করতে পারেন ৯৬৭৯৮১৩২৪৬ অথবা ৭০৪৪৮৭১৭৪৮ এই দু’টি নম্বরে। এছাড়াও, ই-মেল করা যাবে hr.bankinghub@gmail.com-এ। নিচে উল্লেখিত পদ গুলিতে নিয়োগ করা হবে এবং আবেদনের করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।

১) ডাটা এন্ট্রি অপারেটর ( Data entry Operator)
২) রিলেশনশিপ অফিসার (Relationship Officer)
৩) ব্রাঞ্চ ব্যাঙ্কিং (Branch Banking)
৪) ব্যাঙ্কিং অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস (Banking Operations & Customer Services)
৫) ফিন্যান্স এন্ড অ্যাকাউন্টস (Finance & Accounts)
৬) ব্যাক অফিস একজিকিউটিভ (Back Office Executive)

পদগুলির ক্ষেত্রে কর্মীরা ১৫,৫০০ টাকা থেকে ২৫,৭০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। আবেদন করার সময়ে প্রার্থীদের যেসমস্ত ডকুমেন্টসগুলির জেরক্স কপি জমা দিতে হবে সেগুলি হল:
১. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
২. মাধ্যমিকের মার্কশিট
৩. উচ্চ মাধ্যমিকের মার্কশিট
৪. এর পাশাপাশি আপনি যদি গ্র্যাজুয়েশন পাশ করে থাকেন সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের মার্কশিট
৫. আধার কার্ড
৬. ভোটার কার্ড
৭. প্যান কার্ড
৮. পাসপোর্ট সাইজের ফটোকপি এবং
৯. চাকরিপ্রার্থীর নিজস্ব বায়োডাটা

নিয়োগ প্রক্রিয়া: ইতিমধ্যেই আমরা জানিয়েছি যে, এক্ষেত্রে কোনোরকম লিখিত পরীক্ষা দিতে হবে না। অর্থাৎ, শুধুমাত্র Walk In Interview-র মাধ্যমেই প্রার্থীরা চাকরি পেতে পারেন।

আবেদন করার জন্য লিংকে ক্লিক করুন :- https://www.ncs.gov.in//Pages/ViewJobDetails.aspx?JSID=qhyhQO6Me24%3D

6 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *