কারেন্ট অ্যাফেয়ার্স

GK General knowledge 2024 : চাকরির পরীক্ষায় নিজেকে করেনিন আরও প্রস্তুত !

নিজের প্রস্ততির সঙ্গে সঙ্গে এই GK General knowledge এর মাধ্যমে আপনি থাকবেন সবার থেকে অনেকটাই এগিয়ে।

চাকরিওয়ালা আপনাদের জন্য নিয়ে এসেছে কিছু প্রশ্ন-উত্তর যা আপনাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই প্রয়োজন। নিজের প্রস্ততির সঙ্গে সঙ্গে এই GK General knowledge এর মাধ্যমে আপনি থাকবেন সবার থেকে অনেকটাই এগিয়ে। আসুন দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন-উত্তর

General knowledge 2024

1. উড়িষ্যা দিবস বা উৎকল দিবস কবে পালিত হয়?

উঃ 1 এপ্রিল
2. রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়? 

উঃ 1 এপ্রিল। RBI -এর প্রতিষ্ঠা হয় 1 এপ্রিল, 1935 সালে। এবং এর জাতীয়করণ হয় 1 জানুয়ারি,1949 সালে।
3. সম্প্রতি কোন রাজ্য “School Chalo Abhiyan 2023” ক্যাম্পেইনটি চালু করেছে? 

উঃ উত্তর প্রদেশ।
4. সম্প্রতি গ্রিসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কে নিয়োগ হয়েছেন? 

উঃ রুদ্রেন্দ্র ট্যান্ডন।
5. সম্প্রতি কোন দেশের রাজা তিনদিনের জন্য ভারত ভ্রমনে এসেছিলেন? 

উঃ ভুটানের রাজা Jigme Namgyel Wangchuck.

6. সম্প্রতি ভারতীয় নেভির “Vice Chief of Naval Staff” হিসেবে কে নিযুক্ত হয়েছেন? 

উঃ Admiral SJ Singh
7. সম্প্রতি ICC MEN’S T20 ক্রিকেটের প্রথম মহিলা আম্পায়ার কে হয়েছেন? 

উঃ কিম কটন।
8. FIFA -এর র‍্যাঙ্কিং অনুযায়ী 2023 সালে কোন দেশ ফুটবল খেলায় শীর্ষস্থান দখল করেছে? 

উঃ আর্জেন্টিনা।
9. সম্প্রতি আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানে “গজ উৎসব 2023”-এর সূচনা কে করেছেন?

 উঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
10. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? 

উঃ 7 এপ্রিল। এ বছরের থিম হলো-“Health for All”.
11. ভারতে অনুষ্ঠিত 2023 সালের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের লোগোর নাম কি? 

উঃ নভরাসা।
12. সম্প্রতি কোন ভারতীয়-আমেরিকান গণিতবিদ গণিতের ‘নোবেল প্রাইজ’ পেয়েছেন? 

উঃ C R Rao
13. সম্প্রতি কোন ক্রিকেটার IPL-এ দ্রুততম 6000 রান পূর্ণ করেছেন? 

উঃ ডেভিড ওয়ার্নার।
14. সম্প্রতি কোন রাজ্যে “বৈশাখী মহোৎসব 2023” পালিত হয়েছে? 

উঃ জম্মু-কাশ্মীর।
15. সম্প্রতি কোথায় ডঃ বি আর আম্বেদকরের 125 ফুট লম্বা মূর্তির উদ্বোধন করা হয়েছে?

 উঃ হায়দ্রাবাদে।
16. সম্প্রতি আকাশে হাইব্রিড সূর্যগ্রহণ কবে দেখা গিয়েছিল?

উঃ 20 এপ্রিল 2023।
17. জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস কবে পালিত হয়? 

উঃ 24 এপ্রিল।
18. সম্প্রতি ভারতের প্রথম ওয়াটার মেট্রো প্রকল্প কোথায় শুরু হয়েছে?

 উঃ কেরলের বন্দর শহর কোচিতে।
19. বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? 

উঃ 25 এপ্রিল।
20. সম্প্রতি SIPRI -এর রিপোর্ট অনুযায়ী 2022 সালে প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যয়ের হিসাবে বিশ্বের মধ্যে ভারতের স্থান কত? 

উঃ চতুর্থ।