শিক্ষার খবর

ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট এর চাকরি! কলেজ পাশে আবেদন (Apply Now)

শুধুমাত্র কলেজ পাশ শিক্ষাগত যোগ্যতাতেই মিলছে চাকরি। আপার ডিভিশন ক্লার্ক, আসিস্ট্যান্ট, সেকশন অফিসার পদে নিয়োগ করছে .

চাকরি খুঁজছেন! এই চাকরির দারুণ খবরটি তাহলে আপনার জন্যই। আপার ডিভিশন ক্লার্ক, আসিস্ট্যান্ট, সেকশন অফিসার পদে নিয়োগ করছে বন দফতর। শুধুমাত্র কলেজ পাশ শিক্ষাগত যোগ্যতাতেই মিলছে চাকরি।

কয়েকটি শর্ত পূরণ করলেই বেতন দেওয়া হবে 1 লক্ষ টাকার বেশি। বিশ্বাস না হলে বিজ্ঞপ্তি পড়ুন। আর মনে রাখবেন যে আবেদন শুরু হয়ে গিয়েছে 27 এপ্রিল থেকে। 27 এপ্রিলের হিসাবে পরবর্তী 45 দিনের মধ্যে আবেদন পত্র কিন্তু পাঠিয়ে দিতে হবে অফিসে।

  • (1) আপার ডিভিশন ক্লার্ক (Upper Division Clerk) শূন্যপদ মাত্র ১টি বেতন 2016-এর পে ম্যাট্রিক্সে লেভেল 4 [Rs.25500/- Rs.81100/]।
  • (2) আসিস্ট্যান্ট (Assistant) শূন্যপদ মাত্র ১টি। বেতন 2016-এর পে ম্যাট্রিক্সে লেভেল 6 [Rs.35400/- থেকে 112400/- টাকা]।
  • (3) সেকশন অফিসার (Section Officer) শূন্যপদ মাত্র ১টি। বেতন 2016-এর বেতন ম্যাট্রিক্সে লেভেল 7 [Rs.44900/- Rs.142400/]।

আরও পড়ুন : PNB Bank Loan in 15 Days: ১৫ দিনের মধ্যে ৫ লাখ টাকার লোন! কত দিনে পরিশোধ হবে জানুনঃ

আপার ডিভিশন ক্লার্ক পদে আবেদনের জন্য যোগ্যতা

  • ক্যাশ অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা। 2) পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমে জ্ঞান থাকা প্রার্থীদের জন্য বাঞ্ছনীয়।
  • একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি।

আসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য যোগ্যতা :

একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি।

সেকশন অফিসার পদে আবেদনের জন্য যোগ্যতা :

  • একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রী।
  • অ্যাকাউন্ট, প্রশাসন, ভিজিল্যান্স স্থাপনে দুই বছরের অভিজ্ঞতা।
  • একটি সরকারী অফিস বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা স্বায়ত্তশাসিত সংস্থা বা সংবিধিবদ্ধ সংস্থায় কাজের অভিজ্ঞতা।

কীভাবে আবেদন করবেন?

নির্ধারিত চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।11.06.2024তারিখের মধ্যে আবেদন পত্র জমা করতে হবে এবং 18 থেকে 56 বছর বয়সী চাকরি প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। তার জন্য বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্র ডাউনলোড করে সমস্ত নথিপত্র যথাযথ ভাবে পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে

গুরুত্বপূর্ণ লিঙ্ক

📄 Official Notice: Download

✅ Application Form: Download (Page No-10)

🌐 Official Website: Visit Now