শিক্ষার খবর

Check WB HS Result 2024: উচ্চমাধ্যামিক পরীক্ষার রেজাল্ট দেখুন নতুন পদ্ধতিতে

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষের পর এবার ফলাফল প্রকাশের অপেক্ষায় আছেন পরিক্ষার্থী সহ তাঁদের অভিভাবকরা। 'উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪' সংক্রান্ত গুরুত্ত্বপূর্ণ আপডেট জানুন আজকের প্রতিবেদনে।

উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪: অবশেষে প্রকাশ্যে এল উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ।  উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪ কবে প্রকাশ পাবে? সেই বিষয়টি নিয়ে অপেক্ষায় আছেন পরীক্ষার্থী সহ তাঁদের অভিভাবকরা। পরীক্ষার্থীদের চিন্তা দূর করে এবার উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪ -এর ফলাফলের সম্ভাব্য তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪ কীভাবে দেখতে হয় তা স্টেপ বাই স্টেপ নীচে দেওয়া হল।

Check WB HS Result 2024
উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 (WB HS Result 2024)
পরীক্ষার নামউচ্চ মাধ্যমিক ২০২৪
বোর্ডউচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)
পরীক্ষা শুরু16 ফেব্রুয়ারি, 2024
পরীক্ষা শেষ29 ফেব্রুয়ারি, 2024
উচ্চ মাধ্যমিক রেজাল্ট তারিখশীঘ্রই প্রকাশ করা হবে…

উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 কবে বেরোবে?

সব অপেক্ষার অবসান ঘটিয়ে খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪ প্রকাশের অফিসিয়াল তারিখ এখনও জানানো হয়নি। আশা করা হচ্ছে মে মাসের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক ২০২৪ -এর ফলাফল প্রকাশ করা হতে পারে। তবে লোকসভা ভোটের মধ্যে ফলাফল প্রকাশ নিয়ে দেখা দিচ্ছে সংশয়। মনে করা হচ্ছে লোকসভা ভোটের কারণে উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশ না পেলে জুন মাসের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের দিন দুপুর ১২ টা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পাবেন।

রেজাল্ট দেখার পদ্ধতি :

➲ Step- 1: উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের wbresults.nic.in ওয়েবসাইটে যেতে হবে।

➲ Step- 2: এরপর “Higher Secondary Result 2024” অংশে ক্লিক করতে হবে।

➲ Step- 3: “Enter Your Registration No.” -এর ঘরে রেজিস্ট্রেশন নম্বর টাইপ করতে হবে। এবং “Enter Date of Birth” -এর বক্সে জন্মতারিখ দিতে হবে।

➲ Step- 4: স্টেপ- 3 সম্পূর্ণ করে “Submit” বাটনে ক্লিক করতে হবে। তারপরে ওই পরীক্ষার্থীর উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখা যাবে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত উচ্চ মাধ্যমিক ২০২৪ রেজাল্ট দেখার ওয়েবসাইটগুলি হল—

  • www.wbresults.nic.in
  • www.exametc.com
  • www.indiaresults.com