রাজ্যের চাকরি

ডাক বিভাগে মোট 33480 কর্মী নিয়োগ, মাধ্যমিক পশে আবেদন করুন এখনই

India Post -এর তরফ থেকে একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে চলছে। প্রচুর পরিমানে কর্মী নিয়োগ করা হবে।

Post Office Recruitment 2024: আপনি চাকরির খুঁজছেন ? তা হলে আজকের প্রতিবেদন টি আপনার জন্য। একটি বিশেষ সূত্রে পাওয়া খবর অনুসারে India Post -এর তরফ থেকে একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে চলছে। আপনি যদি চাকরি প্রাথী হয়ে থাকেন এবং আপনি এই পদ গুলির জন্য আবেদন করতে চান ,তা হলে আগে থেকেই এই নিয়োগ সম্পর্কে ভালো ভাবে বিস্তারিত জেনে নিন.

 indian post -এ চাকরির বিভিন্ন পদের শুন্যপদ ও নিয়োগ যোগ্যতা :-

বিভিন্ন পোস্টে সব মিলিয়ে ৩৩ হাজার ৪৮০ শূন্য পদে যোগ্য চাকরিপ্রার্থী নিয়োগ করা হবে। যেখানে ড্রাইভার পদে ৮৭১, মেইল গার্ড ১১০২৫, ডাকপিয়ন ১২৩১, MTS ১২,১৪১ এবং অন্যান্য পোস্টে ৬১৭৪ জন যোগ্য চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে।

বিভিন্ন পদের ক্ষেত্রে আবেদন করার শিক্ষাগত যোগ্যতা কিছুটা ভিন্ন ভিন্ন। তবে বেশিরভাগ পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে। কিছু কিছু পোস্টের ক্ষেত্রে উচ্চতর বয়সের সময়সীমা ২৭ রাখা হয়েছে। এছাড়া ভারত সরকারের নিয়ম অনুসারে, বিভিন্ন সংরক্ষিত ক্যাটাগরির চাকরি প্রার্থীরা নির্দিষ্ট বয়সের অনুপাতে বয়সের ছাড় পেয়ে থাকে। 

সম্পুন্ন আবেদন পদ্ধতি :-

আবেদন পদ্ধতি – ইন্ডিয়া পোস্ট এর অফিসিয়াল ওয়েবসাইট indiapost.gov.in থেকে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন পদ্ধতি সম্পন্ন করতে হবে। OBC এবং EBC ব্যতীত সমস্ত ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের কোন ধরনের আবেদন ফি জমা করতে হয় না। তবে OBC এবং EBC ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের আবেদন ফী বাবদ ১০০ টাকা করে জমা করতে হয়।  তবে আসা করা যায় লোকসভা ভোটের পরে পরেই ইন্ডিয়া পোস্টের এই বিপুল নিয়োগের আবেদন ফর্ম নির্গত হতে পারে। তাই এখন থেকেই এই পোষ্টের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করে দিন। 

মাসিক বেতনের পরিমাণ – mts পদে যারা চাকরি পাবে তারা মাসিক ১৮০০০ টাকা থেকে ৫৬ হাজার ৯০০ টাকার মধ্যে বেতন পাবে। যারা মেইন গার্ড বা ডাক পিয়ন পদে চাকরি পাবে তাদের মাসিক বেতনের স্ট্রাকচার শুরুতে ২১ হাজার ৭০০ টাকা থেকে 69 হাজার ১০০ টাকার মতো বেতন পাবে।