কারেন্ট অ্যাফেয়ার্স

13 April 2024 Current Affairs, চাকরির পরীক্ষায় পাবেন 100% কমন

প্রতিটি সরকারি পরীক্ষার ক্ষেত্রে Current Affairs খুবই সাধারণ বিষয় এটি থাকবেই থাকবে। চাকরির পরীক্ষায় সফলতা পেতে প্রতিদিন এই Current Affairs গুলি একবার করে দেখে নিন।

আপনি কী চাকরির পরীক্ষা নিয়ে বিভ্রান্ত ? আমাদের দেওয়া Current Affairs গুলি থেকে আপনি ১০০% কমন পাবেন। যেগুলি সরকারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি সরকারি পরীক্ষার ক্ষেত্রে Current Affairs খুবই সাধারণ বিষয় এটি থাকবেই থাকবে। চাকরির পরীক্ষায় সফলতা পেতে প্রতিদিন এই Current Affairs গুলি একবার করে দেখে নিন।

  1. লাক্ষা দ্বীপে কোন প্রাইভেট ব্যাংক প্রথমবারের জন্য ব্রাঞ্চ খুলল?

(i) IDBI Bank (ii) HDFC Bank (iii) Axis Bank (iv) ICICI Bank

2. Us India tax forum এর নতুন প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

(i) আকাশদীপ গয়াল (ii) তরুণ বাজাজ (iii) বিনয় কুমার সিনহা (iv) রাজস তানেজা

3. সাম্প্রতিক কোন ভারতীয় তৃতীয়বারের জন্য আন্তর্জাতিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডে পুনঃনির্বাচিত হলেন?

(I) নবজিত শর্মা (ii) জগজিত পাভাদিয়া (iii) তপন সান্যাল (iv) নিলয় বর্মা 

4. SJVN Limited এর নতুন ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হলো?

(i) অর্ধেন্দু সেন (ii) সুশীল শর্মা (iii) অনিকেত বোস (iv) জ্যোতির্ময় গোয়েল

5. ২০২৪ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপের ২০ তম এডিশন কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?

(i) উলানবাতার মঙ্গোলিয়া (ii) বিশকেক কিরগিজস্থান (iii) নতুন দিল্লি ভারত (iv) আলমাটি কাজাখস্তান

6. সম্প্রতি QS world University ranking প্রকাশিত হলো। রেংকিংয়ে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায়নের ক্ষেত্রে বিশ্ব ব্যাপী কততম স্থানে অবস্থান করছে?

(i) ২০ (ii) ১০ (iii) ৪০ (iv) ৩০

7. ভারতজুড়ে CRPF এর শৌর্য দিবস বা দৌরাত্ম্য দিবস কত তারিখে পালন করা হয়?

(i) ৬ই এপ্রিল ২০২৪ (ii) ৮ই এপ্রিল ২০২৪ (iii) 9 এপ্রিল ২০২৪ (iv) ৫ই এপ্রিল ২০২৪